মানসিক অবসাদ ও ডায়াবেটিস একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত। কোনও ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হলে তার মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ঠিক একই রকমভাবে কোনও ব্যক্তি মানসিক অবসাদে আক্রান্ত হলে তার ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও যথেষ্ট।
দু’টো রোগ পারস্পরিক সম্পর্কযুক্ত হওয়ায় এদের চিকিৎসা একই সঙ্গে হওয়া সম্ভব । একটি রোগের প্রকোপ কমলে তার সঙ্গে তাল রেখে কমে যেতে পারে অন্য রোগটির ঝুঁকিও।
১। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায়, যা অন্য একাধিক রোগ ডেকে আনতে পারে। ফলে রোগীর মনে ঢুকে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা। দীর্ঘদিন এই দুশ্চিন্তা থাকলে তা মানসিক সমস্যা ডেকে আনতে পারে।
২। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের খাদ্যাভ্যাস ও জীবনচর্চায় পরিবর্তন আনতে হয়। হঠাৎ এই পরিবর্তনের ফলে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
৩। মানসিক চাপ ও মানসিক অবসাদের মত সমস্যা বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণকে প্রভাবিত করে। বিশেষত, হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে তা ডায়াবেটিস রোগীদের পক্ষে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে।
#চলনবিলের আলো / আপন