পাবনার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২১মার্চ সারাদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খানের আমন্ত্রলে এসময় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোহাম্মদ খায়রুল কবির, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, কাউন্সিলর নিরোদ কর্মকার নিরু প্রমূখ।
৪৬টি ইভেন্টের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক এবিএম আব্দুল মমিন, সিনিয়র শিক্ষক আরশেদ আলী, সিনিয়র শিক্ষক আবু রাসেল, সিনিয়ল শিক্ষক হেলাল উদ্দিন খান।
ক্রীড়া প্রতিযোগিতায় ধারা বর্ননায় ছিলেন সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, সিনিয়র শিক্ষক মোছা: শিউলী খাতুন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক শিক্ষিকা/ছাত্রছাত্রী সহ সুধিজন উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন