লামা (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের লামায় বাল্য বিয়ের বলি রুবিনা আক্তার (১৫) নামে সদ্য এসএসসি পাসকৃত এক ছাত্রীর।রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারী মুজিবরের দোকান এলাকায় এই ঘটনা ঘটে। সূত্রে জানায়,লামা সরই ইউনিয়নের অপ্রাপ্ত বয়স্ক এক শ্রেণির মেয়েকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় বিষপান করে মৃত্যু বরণ করেন। আজ সোমবার (২৯ জুন) দুপুরে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।
বিষপানে নিহত রুবিনা আকতার (১৫) মুজিবরের দোকান এলাকার মোঃ রবিউল হোসেন এর মেয়ে এবং সরই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। মেয়েটি এবার সরই উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দেয়। মেয়েটির কয়েকজন বান্ধবী জানায়, সে লেখাপড়ায় ভালো ছিল এবং সে আরো লেখাপড়া করার আগ্রহী ছিল। তার অভিভাবকরা মতের বিরুদ্ধে জোর করে বিবাহের আয়োজন করায় সে বিষপান করে।