খাগড়াছড়ি সংবাদদাতা :
খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ফটিকছড়ি ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর শূরা সদস্য মাওলানা হাবিব আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। সর্বশেষ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ক্যান্সার ও জন্ডিসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী,পাঁচ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মাওলানা হাবীব আহমেদের নামাজে জানাজা সন্ধ্যা ৭.৩০ (সাড়ে সাতটায়) দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে।
মওলানা হাবিব আহমেদের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর সৈয়দ আব্দুল মোমেন,বান্দরবান জেলা জামায়াতের আমীর এইচ এম আব্দুস সালাম আজাদ,ফটিকছড়ি ভুজপুর থানার আমীর মোহাম্মদ জিয়াউল হক এক শোক বিবৃতিতে বলেন আমরা এক দক্ষ সংগঠক এবং আলেমে দ্বীনকে হারিয়েছি।মহান রাব্বুল আলামীন যেন মরহুমকে জান্নাতুল ফেরদোসের মেহমান বানিয়ে দেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।