পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত১০ মার্চ সকালে উপজেলা চত্তর থেকে একটি ল্যালি বের হয়ে উপজেলা মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আটঘরিয়ার আয়োজনে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাকসুদা আক্তার মাসু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ হানিফ হোসেন।
এসময় দিবসে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, সহকারি প্রকৌশলী মাহবুবা আক্তার সহ উপজেলাল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী এবং সুধিজন।
#চলনবিলের আলো / আপন