ভাঙ্গুড়া উপজেলাধীন অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন চত্বরে বৃহস্পতিবার (১০ই মার্চ) সকাল ৯ ঘটিকায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ছড়া, কবিতা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত অধ্যপক জনাব আঃ রশিদ সরকার ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাবু পরিতোষ রায় চৌধুরী, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক পরিচালনায় করেন হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল খালেক।
#চলনবিলের আলো / আপন