পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উদ্যাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি মাকসুদা আক্তার মাসু।
মঙ্গলবার(৮মার্চ) বিকালে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, উপজেলা সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল প্রমূখ।
ভলিবল প্রতিযোগিতায় সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার। উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, শিক্ষক সোহেল রানা সহ অনেকেই। খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রিড়া সংস্থার রেফারির রেসালত আলী রাসু, সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ।
উক্ত ভলিবল প্রতিযোগিতায় মোট চারটি দল অংশ গ্রহন করেন। এর মধ্যে বিজয়ী হয়েছেন কয়রাবাড়ী আলোড়ন সংঘ, নতুনপাড়া যুব ভলিবল দল পাবনা সদর। আগামী ১২মার্চ এই ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
#চলনবিলের আলো / আপন