টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৮ মার্চ) পাবনার চাটমোহরে সরকারি-বেসরকারি পর্যায়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারি দিবস।
বেসরকারি সংস্থা এলডিও’র আয়োজনে এএলআরডি’র সহযোগিতায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলডিও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলডিও’র নির্বাহী সদস্য সানোয়ারা বেগমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বেসরকারি সংস্থা হারডো’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ও দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন।
এদিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
#চলনবিলের আলো / আপন