” টকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যকে ধারন করে পাবনার পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা মাঠে নারীদের নিয়ে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
” আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন কর্ম সহায়ক সংস্থা, নকশি কাঁথা মহিলা উন্নয়ন সমিতি ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির সহযোগিতায় এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলার ইউএনও মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান,আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা সানজিদা আক্তার তুলি, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা কর্মকর্তা উজ্জল হোসেন।
উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল। শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন