পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুড়ালে পুষ্পর্স্তবক অর্পন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার মাসু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
সোমবার(৭মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালিন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, শিক্ষার্থী সুরাইয়াত সাইন শান। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, জন স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল সহ মুক্তিযোদ্ধা,শিক্ষক,ছাত্রছাত্রী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজন।
উক্ত দিবসে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন,সংগীত, নৃত্য, ও আবৃত্তি প্রতিযোগিতায় ৪৭জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী সুরাইয়াত সাইন শান বঙ্গবন্ধুর ভাষণ দেয়ায় তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন