তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে বৃদ্ধা জাহানারা বেগমের মেয়ে নাছরিন খানম অভিযোগ করে বলেন, বসতবাড়ির গাছের পাতা পার্শ্ববতী ঘরের রশিদ সিকদারের জায়গায় পরে। রবিবার সকালে সেই পাতা কুড়াতে গেলে রশিদ সিকদারের শ্যালক পার্শ্ববর্তী আধুনা গ্রামের মাকসুদ মৃধা তাকে (জাহানারা) পিটিয়ে গুরতর আহত করে। এ ঘটনায় একইদিন দুপুরে মাকসুদ মৃধা সহ আর দুইজনকে আসামী করে সরিকল তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন