নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যখাতসহ যে কোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৮ জুন) সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় করোনা চিকিৎসায় হাসপাতালগুলোকে ব্যবস্থাপনা ও সমন্বয়ের জন্য স্বাস্থ্য বিভাগকে তাগিদ দেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায় ও দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। করোনা সংকটের এই সময় দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে আমি এ কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে কাছে আহ্বান জানাচ্ছি।