নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতা-কর্মীরা । ৫ মার্চ শনিবার সকাল ১১ টায় দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ও বিএনপি। সদরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন রাজু।
সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু, সাবেক ভিপি ও যুবদল ফিরোজ আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির,২ নং ওয়ার্ডের কমিশনার মোঃ শহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কমিশনার মোঃ রফিকুল ইসলাম, পৌর বি এন পির সন্মানিত সদস্য মোঃ রাজিব হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, বর্তমান সরকার ও তাঁর লোকজনের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণে দেশে আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে । ফলে স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহবান জানান।
#চলনবিলের আলো / আপন