এর আগে বুধবার দিবাগত রাতে ঝাওয়াইল বাজার এলাকা থেকে ২১০টি ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। ডিবির ওসি হেলাল উদ্দীন আটকের খবরটি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, তার বাসার অদূরে ডিবি পুলিশের সাথে রাসেলের ধস্তাধস্তি দেখে তিনি এগিয়ে গিয়ে দেখেন, ডিবি পুলিশ রাসেলকে পাজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ডিবির এক সদস্য মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে জানান, রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। হাবিবুর রহমানকে ডিবি সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার অনুরোধ জানান। এরপর রাসেলকে নিয়ে ডিবি পুলিশের গাড়ি স্থান ত্যাগ করে।
ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সোহেল জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল। নিজেও ইয়াবাখোর। দলীয় নেতারা সবই জানেন। ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২১০টি ইয়াবা পাওয়া যায়। গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, মাদক আইনে থানায় মামলা করার পর রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
#চলনবিলের আলো / আপন