রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি জয়ধর আর নেই। শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী. এক ছেলে, এক মেয়েসহ অগনিত আত্মীয় স্বজন ও শুভাকাক্সিখ রেখে গেছেন তিনি।
মৃনাল কান্তি জয়ধর দীর্ঘ দিন সুনামের সাথে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস মৃনাল কান্তি জয়ধরের বাড়ি গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাকাল ইউনিয়নের সরবাড়ি গ্রামের নিজ বাড়িতে মৃনাল কান্তি জয়ধরের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।