পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদরে ইবনুল এন্ড বিশ্বাস টাইলস্-স্যানোটারী কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রয়ারী) বিকেল ৫ ঘটিকার সময় আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি ফিতা কেটে ইবনুল এন্ড বিশ্বাস টাইলস- স্যানোটারী কর্ণার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর মেয়র এবং সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান, ফ্রেশ গ্রুপের ডেপুটি ম্যানেজার মোঃ ওবায়দুল হক,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, ইবনুল এন্ড বিশ্বাস টাইলস স্যানোটারী কর্ণারের স্বত্বাধিকারী মোঃ ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ,,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান প্রমুখ।