মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ই-পেপার

মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক যোদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা হুমকি-ধামকি ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ করলেও অভিযুক্তরা আগাম জামিন নিয়ে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ মিডিয়া পয়েন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের রান্ডিলা প্রসাদ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
এসময় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জোর করে প্রতিবেশী মোমিন, মানিক, আলম, চান মিয়া, ইকবাল ও আলিমসহ তারা আরও কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার চেষ্টা করছে। আমরা বাধা দিলে আমাদের মারধর সহ হুমকি প্রদান করে আসছে। এঘটনায় তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এর জেরে গত ২ ফেব্রুয়ারি এই সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমার ও আমার পরিবারের ওপরে হামলা চালিয়ে আমাদেরকে বেধড়ক মারপিট করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। আসামীরা এই মামলায় আগাম জামিন নিয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধামকি অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের মাথা নিজেরাই কেটে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মামলা ও ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি আমার এক ছেলে পুলিশে চাকরি করায় তার চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকেও ফাঁসানোর ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ। এই সম্পত্তি নিয়ে রায়গঞ্জ থানার সহকারী জজ আদালতে একটি বাটোয়ারী মামলা (নং ৩৭৭/২০২১) বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. আনোয়ার হোসেন মাসুদ বলেন, কিছুদিন পূর্বে ব্রম্মগাছা বাজারে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে এসেও এরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। এঘটনায় আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভূগছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার একমাত্র মেয়ে মোছা. নাসরীন খাতুন ও বড় পুত্রবধূ মোছা. মোমেনা খাতুন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর