খাগড়াছড়ির রামগড়ে সিনেমাহল এলাকায় অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ফেনী-র্যাব ৭।এ ঘটনায় বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন র্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি ) দুপুরের দিকে তাদের আটক করা হয়। আটককৃত আসামি আব্দুর রহিম মিলন(২৭) রামগড়ের আনন্দপাড়া এলাকার বাসিন্দা আবু তাহের এর ছেলে এবং আমানুল হক সোহেল রামগড়ের মাস্টারপাড়া এলাকার মৃত এবায়দুল হকের ছেলে।
র্যাব ৭ এজাহারে জানায়, খাগড়াছড়ির রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তি অবস্থান করছেন- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশী অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং অপর আসামী আমানুল হক সোহেল এর কাছে থেকে ২রাউন্ড তাজা গুলি সহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে।পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার পরিদর্শক(তদন্ত)রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় র্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।মামলা নং ৫।
#চলনবিলের আলো / আপন