মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে ৭ জুয়াড়ি গ্রেফতার

নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শাপলাবাড়ী উত্তরপাড়া খোকনের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৩৬টি তাস, পাটের বস্তা ও নগদ ২০৮০টাকা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, শাপলাবাড়ীর খোকন (৪০), মোফাজ্জল হোসেন (৪০), সবুজ মিয়া (৩৪), রফিকুল ইসলাম (৩৭), জুলহাস (৪২), আ. খালেক (৫৫) ও সিদ্দিক হোসেন।
গোপালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে, ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ওসি মো. মোশারফ হোসেন জানান, মাদক ও জুয়াসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান চলছে। গোপালপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করাই পুলিশের মূল লক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর