“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে চলনবিলের আলো পরিবার ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি রক্ত গ্লুপ নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়।
সোমবার(২১ ফেব্রুয়ারী) সকালে আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার এর সামনে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ও গণমাধ্যম কর্মী ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্ব ও সিনিয়র স্টাফ রিপোর্টার মো.আমজাদ হোসেন রতন এর পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি. রক্ত গ্লুপ নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্স রক্ত গ্লুপিং ক্যাম্পেইন শুভ উদ্বোধন ঘোষনা করেন, চলনবিলের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.রফিকুল ইসলাম রনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা বাবু পবিত্র কুমার সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ম্যানেজার(সার্বিক) হাফেজ মাসুম বিল্লাহ,কনসালটেন্ট ও কুরআন প্রশিক্ষক
ডা.আজিজুর রহমান,নাগরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি জহিরুল ইসলাম,নাগরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া,নাগরপুর মডেল প্রেস ক্লাব সভাপতি মো.সুজন মাহমুদ,জাতীয় সাংবাদিক সংস্থা,নাগরপুর সেক্রেটারি মো.আজিজুল হক বাবু, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো.হুমায়ুন কবীর, দৈনিক দেশ সেবা সাংবাদিক মো.তারিকুল ইসলাম,দৈনিক আজকের পত্রিকা সাংবাদিক মো.মাসুদ রানা, দৈনিক এই বাংলা সাংবাদিক মো.আব্দুল্লাহ খিজির,দৈনিক এই আমাদের বাংলাদেশ সাংবাদিক মো.আরিফুল ইসলাম,শাহিন স্কুল এর সাবেক শিক্ষক অর্পূব সাহা,মেডিকেল অফিসার ডা.মো.কাওছার খান।
প্রায় শতাধিক বিভিন্ন শ্রেনী মানুষের ফ্রি রক্ত গ্লুপ নির্নয় করা হয়।