মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউ,পির শেরপুর বাজারের এলাকা হইতে অভিযান চালিয়ে ৪২ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণনাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। ধৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ ওয়াহিদুল মিয়া (২৮), পিতা- মৃত তাহির মিয়া, সাং- হামরকোনা, থানা ও জেলাঃ মৌলভীবাজার।
ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম, এ এস আই মোশাহিদ কামাল, এ এস আই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, শেরপুর ফাঁড়ি পুলিশের এ রকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইনচার্জ ইফতেখার ইসলাম।