ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাখি শিকারের দায়ে মোতাহার নামের ১জনকে ১৫ দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত মোতাহার উপজেলার মিনাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানাযায়, বুধবার (৯ই ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫মিনিটে মোঃ জাহাঙ্গীর আলম নামের ফেসবুক আইডি থেকে (শামকান বা শামুকখোল) নামের বন্য পাখির জবাই কৃত মাংসের ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৮(১) ধারায় মোতাহার নামের একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বণ্যপ্রাণী শিকার এমনিতেই দণ্ডনীয় অপরাধ। তারপরেও বণ্যপ্রাণী হত্যা ও পিকনিক করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে বড় ধরনের অপরাধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে অনুসন্ধান করে বণ্যপ্রাণী শিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত মোতাহার তার আরো কয়েকজন সহযোগীর নাম স্বীকার করেছেন।
#চলনবিলের আলো / আপন