রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

ই-পেপার

ডাঃ শিবপদ শুভর দাউদ/ এগজিমা সম্পর্কিত চিকিৎসা বার্তা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

Ring Worm এটি একটি ছত্রাক ঘটিত রোগ। অপরিস্কার থাকা, আটোসাটো অন্তর্বাস ব্যবহার প্রভৃতি কারণে এই রোগের সৃষ্টি হয়। সমগ্র মাথায়, গালের কিছু অংশে,বুকে পিঠে,গলায় যে কোন জায়গায় দাদ হতে দেখা যায়। ভীষণ চুলকায় গোলাকার বা চাকা চাকা উদ্ভেদ বের হয়। চুলকালে রস বের হয়। মামড়ি পড়তে পারে। ★অ্যালোপ্যাথিক চিকিৎসা★ দাউদে সরিষার তেল মাখলে ভালো ফল দেয়। প্রথমে পটাশিয়াম পার-ম্যাঙ্গানেট জলে গুলে আক্রান্ত স্থানে ধুয়ে নিতে হয় বা বরিক অ্যাসিড গরম জলে ফেলে সেঁক দিতে হবে।

 

বা সোডিয়াম ক্লোরাইড গরম জলে ফেলে জায়গটা পরিস্কার করতে হয়। লাগাতে হবে— জোল ক্রীম প্রত্যহ তিনবার বা সারফেস অয়েন্টমেন্ট প্রত্যহ তিনবার। মুখে খেতে হবে—- ট্যাবলেট ডানমোন বাম- ২৫০ মিলিগ্রাম দিনে ২বার দুই সপ্তাহ। বা ট্যাবলেট ওয়ালিভিন- ২৫০ মিলিগ্রাম দিনে দুইবার দুই সপ্তাহ। পরে ক্যানডিড পাউডার লাগাতে হবে। ★হোমিওপ্যাথিক চিকিৎসা★ ব্যাসিলিনাম-২০০, ১০ দিন অন্তর একবার সাথে ন্যাট্রাম সালফ-২০০x ৪টি বড়ি সামান্য গরম জল সহ সপ্তাহে তিন দিন তিন ডোজ।

 

অথবা,টেলিউরিয়াম-৩০ দিনে তিনবার ২ ফোঁটা করে ডোজ। সাথে ন্যাটসালফ্-২০০x ৪টি ট্যাবলেট সপ্তাহে তিন দিন ডোজ। ★আয়ুর্বেদিক চিকিৎসা★ ★ চালমুগরার তেল মাখলে অনেক সময় কাজ হয়। ★ বাওচী বীজ,পনবাড় বীজ,দারু হরিদ্রা,করঞ্জ বীজ,নিমছাল,হরিতকি,বেহেরা,আমলা,চিরতা,কুটকী,চন্দন, দেবদারু, তিলতেল,কন্টকারী প্রভৃতি পেষাই করে যে তেল হয় তা দাউদে লাগালে উপকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর