সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল বিক্রি করা টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কলারোয়া পৌর প্রেসক্লাবে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আবদুল আজিজের ছেলে তবিবর রহমান এই সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকার ফেনসিডিল কিনেছিলেন একই এলাকার মাদককারবারি আবদুল্লাহ হোসেন। সেই টাকা না দিয়ে তার কণ্ঠ নকল করে হয়রানি করছেন। মাদক বেচাকেনার অপরাধে কলারোয়া থানা পুলিশ আমাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, আবদুল্লাহ আমাকে ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। আমি বিভিন্নভাবে তার কাছে টাকা আদায়ের চেষ্টা করলেও আবদুল্লাহ আমার পাওনা টাকা না দিয়ে হয়রানি করছে।
তবিবর রহমান গেল ১ জানুয়ারি জেল থেকে বের হয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার সামনে ১০১ বার কান ধরে ওঠবস করে মৌখিক ভাবে মুচলেকা দেন, আর কোনো দিন সে ফেনসিডিল বিক্রি করবেন না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা ফেরত পেতে কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
#চলনবিলের আলো / আপন