শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে দিনমজুর হত্যার চাঞ্চল্যকর মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউপি সদস্য কারাগারে

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ

ঝালকাঠিতে চাঞ্চল্যকর দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলায় কেওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: উজ্জল খান ((৪০) কে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
     উক্ত মামলার এজাহারভূক্ত ২নং আসামী হিসাবে ৩০ জানুয়ারী রবিবার ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে তার
জামিন না মঞ্জুর করা হয়। মামলায় আসামীর পক্ষে এড. বনি আমিন বাকলাই ও বাদী
পক্ষে এড. ফয়সাল খান আদালতের শুনানীতে অংশ গ্রহন করেন।
    মামলার বিবরন ও আইনজীবী সূত্রে জানাগেছে, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, কেওড়া ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাত ৮ টার দিকে
মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে কেওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: উজ্জল খান, ইউপি সদস্য নজরুল ইসলামসহ তাদের সাংঙ্গপাঙ্গরা।
    সন্ত্রাসীরা নৃশংস কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে মিরাজের দুটি পা গুড়িয়ে
দেয় ও চোখ তুলে ফেলে। রাতেই মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত
সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়। এঘটনায় নিহত মিরাজের মা মাকসুদা বেগম, বাদী হয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: উজ্জল
খানসহ ১২ জনের নামোল্লেখসহ ২৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা পালতক থেকে বাদী পরিবারকে ক্রমাগত হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অসহায় পরিবারটি অভিযোগ করেন।
    অন্যদিকে এজাহরভূক্ত অন্যতম আসামী কেওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: উজ্জল খান মামলার পর আগাম জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন জানালে চার সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমার্পনের নির্দেশ দেয়া হয়। উক্ত মেয়াদের শেষ দিন উজ্জল খান চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন জানালে নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর