১) নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের
২) মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে
৩) ক্লান্তি ছাড়ছে না প্রায় ৬৪ শতাংশ রোগীকে
৪) ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে
৫) গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে
৬) ৪৪ শতাংশের খুব কাশি হচ্ছে
৭) ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে
৮) কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর
৯) জ্বর আসছে ২৯ শতাংশের
১০) মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের
১১) মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের
১২) ২৩ শতাংশের পেশীতে ব্যথা, টান ধরছে
১৩) গন্ধের অনুভূতি হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী
১৪) বুকে ব্যথা ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে।
জ্বর, সর্দি বা কাশি হলে সেটাকে সাধারণ জ্বর বা সর্দিকাশি ভেবে অবহেলা না করে সচেতন হোন।
সংগ্রহে-ডা.এম.এ.মান্নান
(প্রধান স্বাস্থ্য কর্মকর্তা)
#চলনবিলের আলো / আপন