সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক আগুনে মোঃ আব্দুল লতিফ মন্ডলে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা মন্ডল (পাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
আব্দুল লতিফ জানান, রাত সাড়ে ৯ টার সময় বিদ্যুৎ এর মিটারে হঠাৎ বিস্ফরন হয়ে আগুন জলে উঠে। চিৎকার করে উঠলে প্রতিবেশিরা ছুটে এসে আমাদের উদ্ধার করে। কিন্তু বিদ্যুৎ এর ভয়ে কেউ আগুন নিবানোর জন্য কাছে যেতে সাহস পাইনি। আমার তিনটি ঘর ও ঘরের ভিতরের আসবারপত্র ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেশি মেরাজ আলী জানান, গ্রামের মধ্যে মন্ডল পাড়াটা সবচেয়ে বেশি অবহেলিত। রাস্তা ঘাট নাই, বিদ্যুৎও ছিলো না। গত বছর ৬০ টি আবাসিক ও সেচ মিটার আবেদন করে বিদ্যুৎ সংযোগ পেয়েছি। কিন্তু অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ এর লাইন ও সংযোগ দেওয়ার কারনে মিটার বিস্ফোরণ ঘটেছে। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যথা সময়ে ঘটনাস্থলে আসতে পারেনি বলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। গ্রামে রাস্তা ঘাটের উন্নয়ন ও পল্লীবিদ্যুৎ থেকে ঘটনার সঠিক তদন্ত করে বিহিত করার দাবী জানান।
এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ জালাল উদ্দিন। তিনি জানান শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে। মুলসড়ক থেকে আগুন লাগারস্থান পর্যন্ত গাড়ি নেয়ার মত রাস্তা না থাকায় গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হয়। পায়ে হেটে যতক্ষণে ঘটনাস্থলে পৌছিলাম ততোক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে।
#চলনবিলের আলো / আপন