মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
ব্রন ( Acne vulgaris ) যৌবন বয়সে যুবক যুবতীদের মুখমণ্ডলে ছোট ফুস্কুড়ি দেখা যায়। তাতে প্রচন্ড বা হালকা ব্যথা হয়। প্রথমে লালবর্ণ হয় তারপর পাকলে পরে সাদা বর্ণ হয়। টিপলে ভাতের মত সাদা পদার্থ বের হয়। সিব্বাস গ্রন্থির অতিরিক্ত হরমন জনিত ক্ষরণের জন্য ব্রন হয়। এছাড়া ক্ষতিকারক কসমেটিক ক্রীম বা তেল মাখা,রিচ খাদ্য গ্রহন করা, চামড়া পরিষ্কার না করার কারণে। মুখে কালো দাগ,বিশ্রী গভীর গর্ত,ক্ষত হতে পারে। মুখমণ্ডলের তৈলাক্ত ভাব থাকলে বেশী হয়। তৈলাক্ত ভাব দুর করতে প্রত্যেক দিন সামান্য গরম জলে মুখমণ্ডল ধুয়ে পরিষ্কার করতে হবে। পুদিনা পাতার রস দিয়েও মুখ পরিস্কার করা যায়।
★অ্যালোপ্যাথিক চিকিৎসা★ ★ কোষ্ঠ পরিস্কারের জন্য প্রত্যেকদিন রাত্রে খাবার আগে ইসবগুলের ভুসি খেতে হবে। ★ লিকুইড ক্রেমাফিন দু’ই চামচ করে খেতে হবে কয়েকদিন,রাত্রে শোবার সময়। ★সরবিলিন সিরাপ দুই চামচ করে দুপুর এবং রাত্রে খাবার আগে খেতে হবে। ★ডিজিপ্লেক্স সিরাপ দুপুর ও রাত্রে খাবার পর। ★জোলাপ নিতে হলে ডালকুলাস ট্যাবলেট ২টা একসাথে গরমজল সহ রাত্রে শোবার আগে। ★একনিসিন ক্রীম প্রত্যহ দুইবার লাগাতে হবে। ★Clinda-Mycin Phosphate Gel(ক্লিনডা মাইসিন ফসফেট জেল) দুইবার লাগাতে হবে। লাগাবার আগে গরম জল দিয়ে মুখমন্ডল ধুয়ে নিতে হবে। মুছে নিতে হবে লাগাবার আগে। সংক্রমণ হয়ে ক্ষত হলে- ★ ক্যাপসুল এ্যামপক্সিন- ৫০০ মিলি প্রত্যহ দুইবার খাবার পর পাঁচদিন। দরকারে দশদিন। বা ক্যাপসুল অ্যাম্পলক্স-২৫০গ্রাম খাবার পর প্রত্যহ দুইবার পাঁচ দিন/ দশ দিন সাথে অ্যান্টাসিড(যে কোন) খেতে হবে। * হোমিওপ্যাথিক চিকিৎসা* বালকদের ক্যালকেরিয়া পিক্রে-৩০ বালিকাদের ক্যালকেরিয়া ফস্ ৬ এক্স,ক্যালিব্রোম-২০০ ব্যথা হলে সাথে বেলেডোনা-৬ পায়খানা পরিস্কারের জন্য- ম্যোগ্নেসিয়া মিউর- ৩ এক্স সামান্য পাউডার দিনে তিনবার খেতে হবে। ★ওপিয়ম-৩০ ভালো ঔষধ ,দিনে তিনবার একফোটা করে।
★ মনে হয় আর একটু হলে ভালো হতো- নাক্স ভম – ২০০ দিনে দুইবার। ★ ঘা হলে বা ক্ষত হলে- পাইরোজেন- ৩০ বা সাইলেসিয়া-৩০ দিনে ৩ বার। ★আয়ুর্বেদিক চিকিৎসা★ ★ লাল শিমুলের কাঁটা দুধে ঘষে লাগালে কমে যায়। কাঁটা বাটায় ঘষে নিতে হবে। ★ শঙ্খচূর্ন পাউডার মুখে মাখলে ব্রন সারে। ★ ইষদ উষ্ণ জলে এক চিমটে নুন নিন। ঐ জল দিয়ে মুখটা পরিস্কার করে মুছে নিন। নিম,কাঁচা হলুদ,মুলতানি মাটি এক সাথে মেখে কয়েকদিন স্নানের ১ ঘণ্টা আগে মুখে লাগান। ★জায়ফল জলসহ বাটাতে ঘষে চন্দনের মত লাগাতে হবে। ★ প্রথমে ক্যামকোর এসেনসিয়াল অয়েলের দ্বারা মুখমন্ডল ভালো করে ধুয়ে নিন। তারপর পরিমাণ মত তুলসী পাতা বাটা,ক্যালামাইন। কেওলিন পাউডার,দুফোঁটা ক্লেভ অয়েল মিশিয়ে মুখে আলতো ভাবে মাখুন। ম্যাসাজ করবেন না। ব্রন ভালো হয়ে যাবে। ★পায়খানা পরিস্কারের জন্য ত্রিফলা চুর্ণ রাত্রে কাচের পাত্রে জলে ভিজিয়ে,সকালে ছেঁকে খেয়ে নেবেন। অ্যালেভেরা জেল বা পাতা কাচের গ্লাসে ভিজিয়ে রাখতে হবে। সকালে বাসিপেটে ঐ জল বা জুস খেয়ে নিলে পেটের কোন গোলমাল থাকবে না । অন্ততঃ এক থেকে দু সপ্তাহ খেতে হবে।