এম এস শবনম শাহীন:
সময়টা দারুণ কাটছে সংগীত তারকা লিজার। আজ এখানে, তো কাল ওখানে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। শত ব্যস্ততার মাঝেও লিজা প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান। এর শিরোনাম ‘তোমার স্মৃতিটুকু’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন। সংগীতে আছেন সাজিদ সরকার। প্রেম, বিরহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল। লিজা বলেন, ‘যে গানটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি।
কারণ, মনের মতো একটা গান করার চেষ্টা করেছি। শ্রোতার পছন্দের সঙ্গে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দিবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান হবে এটি।’ লিজা জানান, ‘তোমার স্মৃতিটুকু’ প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।