চলনবিলের আলো বার্তাকক্ষ:
করোনায় ব্যস্ত প্রশাসন সেই সুযোগে প্রধান সড়কের পাশ দিয়ে বেড়ে ওঠা ৩টি মেহেগুনি গাছ কেটে নিয়েছেন হেলালুর রহমান (৩৫) নামের এক স্থানীয় কাঠ ব্যবসায়ী।ঘটনাটি ঘটেছে রবিবার(৩মে)সকাল ৮ টায় পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের (৯) নং ওয়ার্ড নূর-নগর গ্রামে।হেলালুর রহমান অষ্টমনিষা ইউনিয়নের নূর-নগর গ্রামের হযরত আলীর ছেলে ও কাঠ ব্যবসায়ী।এই গাছ কাটার সঙ্গে স্থানীয় কিছু নেতা জড়িত বলে অভিযোগ এলাকা বাসির।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী হেলালুর রহমান বলেন,নূর-নগর গ্রামের মৃত শহীদ হোসেনর ছেলে রন্জু আলীর কাছ থেকে গাছ ক্রয় করে কেট নিয়েছি।
এ বিষয়ে অষ্টমনিষা ইউপি সদস্য (৯) নং ওয়ার্ড আব্দুস সোবাহান বলেন বিষয়টি আমি জানিনা যদি কেউ রাস্তার পাশে থেকে গাছ কেটে নেয় অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আয়নুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানিনা ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।