#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ভাঙ্গুড়া_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে
কবি মোঃ নূরুজ্জামান সবুজের জীবনী পরিচিতি
#মোঃ_নূরুজ্জামান_সবুজঃ
কবি মোঃ নূরুজ্জামান সবুজ ১৫ জানুয়ারী ১৯৭১ সালে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন, মাতা মোছাঃ নুরজাহান। তাঁর প্রকাশিত একক গ্রন্থ ২টি যৌথ কাব্যগ্রন্থ ১৭টি এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৫১টি। তিনি একজন আদর্শ শিক্ষক সাংবাদিক কবি ও গীতিকার আবৃত্তিকার বাংলাদেশ টেলিভিশন। চলনবিল সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা। পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক পদক ২০০৪ সহ বেশ ক’টিসম্মাননা পেয়েছেন।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত_হবে
#কবি_নাজিবুজ্জামান_শাহীনের জীবন বৃত্তান্ত।