টাঙ্গাইলের ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ৯জন আর ১১জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। অন্যদিকে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম। তিনি জানান, স্থগিত কেন্দ্র ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
#চলনবিলের আলো / আপন