শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে ৮ টির মধ্যে ২ টিতে নৌকা অন্যান্যতে স্বতন্ত্র প্রার্থীর জয়

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণভাবে ৮ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে মাত্র ২ টিতে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যান্যের মধ্যে ২ টিতে বিএনপি, একটিতে জামায়াত ও ৩ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন শাহাগোলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এসএম মামুনুর রশিদ ঢোল প্রতীকে ৪ হাজার ১৭৯ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাজেদুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৫১ ভোট। ভোঁপাড়া ইউনিয়নে মো. নাজিম উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৯ হাজার ১৯১ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মঞ্জুরুল আলম মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২১ ভোট। আহসানগঞ্জ ইউনিয়নে শেখ মো. মঞ্জুরুল আলম বিএনপি (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৭ হাজার ৫৬২ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আক্কাছ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৬৭ ভোট। পাঁচুপুর ইউনিয়নে মো. খবিরুল ইসলাম জামায়াত (স্বতন্ত্র) চশমা প্রতীকে ৫ হাজার ৭৮৩ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আফছার আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৩ ভোট। বিশা ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৭ হাজার ৯৮৬ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মান্না মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩১৮ ভোট। মনিয়ারী ইউনিয়নে মো. স¤্রাট হোসেন বিএনপি (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ১৩১ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মাসুম রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৭ ভোট। কালিকাপুর ইউনিয়নে মো. নাজমুল হক নাদিন আওয়ামী লীগ নৌকা প্রতীকে ৪ হাজার ৮৬৫ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আলাউদ্দিন মন্ডল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট। হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় কোন প্রার্থী ছিল না। এ ইউনিয়নে স্বতন্ত্র আফজাল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭১০ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এলতাছ উদ্দিন বিটু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর