শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস এখন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার ক্যাম্প

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের হেমগঞ্জ বাজার দলীয় কার্যালয়টি এখন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. হাতেম আলীর নির্বাচনী প্রচার ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। সোমবার (২৭ ডিসেম্বর) সরজমিনে দেখা যায়, কার্যালয়টির ভিতর, বাহিরে ঘোড়া প্রতিকের পোষ্টার টানিয়ে রাখা হয়েছে। এ প্রসঙ্গে মো. হাতেম আলী বলেন, এই অফিসটির ভাড়া দীর্ঘ ১০ বছর যাবৎ আমি দিয়ে আসছি। মনোনয়ন না পাওয়ায় আমার দলীয় নেতাকর্মীদের সমর্থনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে যাচ্ছি। আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান আনোয়ারুল হক বলেন, দলীয় কার্যালয় এভাবে ব্যবহার করা ঠিক নয়। তিনি বিষয়টির প্রতি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের দৃষ্টি আকর্ষন করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর