শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

ই-পেপার

রামগড় ইউপিতে দেবর-ভাবীর চমক

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ের ১নং ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করেছেন দেবর ও ভাবী।চতুর্থ ধাপের এই নির্বাচনে  ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। দেবর সাধরণ সদস্য ও ভাবী সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন ।

গতকাল ২৬ডিসেম্বর(সোমবার) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবর-ভাবী এ সাফল্য লাভ করেন। তাদের এ সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়।

নির্বাচিত দেবর-ভাবী হলেন ৭নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন ও ৭,৮ ও ৯ নং থেকে সংরক্ষিত মহিলা সদস্য জাহেদা বেগম।

গত ২৬ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০০ ভোট।অন্যদিকে ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে কলম প্রতীক নিয়ে ভাবী জাহেদা বেগম পেয়েছেন ১৮২৭ ভোট।জাহেদা আক্তার ৭নং ওয়াডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীনের বড় ভাইয়ের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী আব্দুল মন্নান কোম্পানি ও নুর হোসেন জানান,তাদের এ বিজয়ে আমরা আনন্দিত।রামগড়ে এটিই প্রথম।তারা প্রত্যাশা করে বলেন,মানুষের এ রায়ের প্রতিদান দেবর-ভাবী দিবেন।

৭নং থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন জানান,মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হবার নয়।একই পরিবারের দুজনকে নির্বাচিত করায় এলাকাবাসীর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সামনের দিনগুলোতে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর