নীলফামারীর ডােমারে ডিএনসি’র(ড্রাগ এ্যান্ড নারকাটিস কট্রােল) অভিযানে ২০ বােতল ফন্সিডিল উদ্ধার সহ ৩জনকে আটক ।
গতকাল বহস্পতিবার দুপরে উপজেলার পৌর এলাকার ৪নং কাজীপাড়ায় ডিএনসি’র নীলফারীর পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফাের্স সহ সাহসি অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার বাড়ীতে অভিযান পরিচালনা করে।
এসময় তার বাড়ীতে বিক্রিরত অবস্থায় লাভলী বেগম(৪০)কে ৩ বােতল এবং তাকে জিজ্ঞাসাবাদে রুপার বাড়ী থেকে ১৭ বােতল নিষিদ্ধ ভারতীয় ফনসিডিল উদ্ধার করে।এসময় বাদশা ও আবু তাহের নাম দুই মাদক সেবনকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয় ডিএনসি নীলফামারীর পরিদর্শক আব্দুর রহিম বলেন, নীলফামারীতে আমি নতুন যােগদান করেছি।মাদকের বিরুদ্ধে আমার জিরাে টলারেন্স অব্যাহত থাকবে।নীলফামারীকে আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।এলাকাবাসী ডিএনসি’র অভিযানকে সাধুবাদ জানিয়ছে।