শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার মাজপাড়ায় ইউপি নির্বাচনে জনমতে নৌকা এগিয়ে

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাজপাড়ায় আওয়ামী লীগ তার দূর্গ ধরে রাখতে নিরলস ভাবে নির্বাচনী মাঠ চষে বেড়ানোয় জনমতে নৌকা এগিয়ে রয়েছে।

আগামী ২৬ ডিসেম্বরের ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মাজপাড়ায় ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে মাঠে ঘুরচ্ছেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ফুটবলার মোঃ ইন্তাজ আলী খান। অন্যদিকে বিএনপি সরাসরি নির্বাচনে না এলেও আটঘরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুব আলী ও সদস্য সচীব ফারুক আহম্মেদ খান নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

এ নির্বাচনে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ একাট্টা হয়ে তাদের আওয়ামী লীগের দূর্গ নামে পরিচিত মাজপাড়ায় আওয়ামী লীগের জয়ের জন্য নিরলস নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি নির্বাচনে না গেলেও বিএনপি’র আটঘরিয়া উপজেলার ২ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করায় বিএনপি নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।

একাধিক সূত্র জানায়, এই ইউনিয়নে একদিকে আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে অপরদিকে বিএনপি’র বিভক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণী পাড় হতে চাচ্ছে। মাজপাড়ায় দীর্ঘ ২ যুগের চেয়ারম্যান মোঃ আঃ গফুর মিয়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় প্রথম দিকে নেতা কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হলেও দিন যত গড়াচ্ছে নেতা কর্মীরা ততই একাট্টা হয়ে চেয়ারম্যান পদে জয়ের ব্যাপারে আশাবাদী।

সূত্র মতে চেয়ারম্যান মোঃ আঃ গফুর মিয়াসহ আটঘরিয়া উপজেলা ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের দূর্গ ধরে রাখতে সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন নেতাকর্মীরা উঠান বৈঠকসহ নির্বাচনী কাজ করছেন। অপরদিকে বিএনপির বিভক্তির কারণে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা ঔ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর