রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
উপজেলা বিএনপি দলীয় সভাপতি আব্দুল লতিফ মোল্লার সভাপতি পদ থেকে পদত্যাগ ও তাঁর মৃত্যুর প্রায় দশ মাস পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করে আগৈলঝাড়া উপজেলায় সভাপতির শুণ্য স্থান পুরণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বরিশাল জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এ্যাডভোকেট নুরুল আলম রাজু কর্তৃক ২২জুন স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার মৃত্যুতে সভাপতির পদটি শুণ্য হয়। করোনা পরিস্থিতি মোকাবেলার কারণে দলের সভাপতি নির্বাচনের জন্য নেতা কর্মীদের নিয়ে দলের কোন সভা আহ্বান করা যায়নি। বর্তমান প্রোপটে সভাপতির শুণ্য পদে জেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দর সাথে আলোচনার মাধ্যমে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন তালুকদারকে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের নির্দেশে মো. কবির হোসেন তালুকদারকে ২২জুন থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসংগত, আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ৩০ বছর উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করলেও দলের কাছে অবমূল্যায়িত হয়ে ২০১৯ সালের ১ জুলাই অভিমান করে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। একই দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে আব্দুল লতিফ মোল্লার ছেলে হারুন-অর-রশিদ মোল্লাও পদত্যাগ করেছিলেন। ওই বছর ২৯আগষ্ট বার্ধক্য জনিত কারনে প্রবীন রাজনীতিবিদ আব্দুল লতিফ মোল্লা মৃত্যু বরণ করেন।