ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বরিশালে ডাঃ মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাকন। সূত্রমতে, সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাদী হয়ে ডাঃ মুরাদ হাসান ও টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আবেদন করেছিলেন।
#চলনবিলের আলো / আপন