ইউপি নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতিকের প্রার্থী নুর উন নবী মন্ডলকে (দুলাল মাষ্টার) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন ওই জরিমানা করেন ।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘী গ্রামে নৌকার প্রার্থী নুরু উন নবী মন্ডলের (দুলাল মাস্টার) নিজ বাড়ির আঙিনায় চলছে দুইটি গরুর গোশত রান্না করে বিশাল ভুড়ি ভোজের আয়োজন চলছে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না জরিমানার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী নুরু উন নবী মন্ডল(দুলাল মাস্টার) বলেন, সাংবাদিকরা আমার পিছনে লেগেছে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা অফিস থেকে জেনে নিন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে