বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবেশে ইজি বাইক চালককে ভাড়ার পরে অজ্ঞান করে হাত-পা, মুখ বেধে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার রাত ৯টার দিকে উপজেলার ফুল্লশ্রী বাইপাস সড়ক থেকে আগৈলঝাড়া থানা পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালককে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইজিবাইক চালক গৌরনদী উপজেলার কুতুরপুর গ্রামের মৃত ফরহাদ চৌকিদারের ছেলে সজিব চৌকিদার (১৮)।
সজিবের ভাই রাশেদ চৌকিদার জানান, তিন মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো সজিব চৌকিদার। প্রতিদিনের মতো রবিবার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর রাতে জানা যায় তাকে পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চালক সজিব চৌকিদার জানায়, রবিবার রাত ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি ফিলিং ষ্ট্রেশনের দক্ষিণ পাশে যাত্রীবেশে ৪ জন ব্যক্তি আমাকে হাত-পা-মুখ বেঁধে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে আমাকে একটি প্রাইভেটকারে হাত-পা-মুখ বেঁধে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
উপপরিদর্শক মিলটন মন্ডল জানান, স্থানী দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।