ইউপি নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতিকের প্রার্থী নুর উন নবী মন্ডলকে (দুলাল মাষ্টার) ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ৮ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নুর উন নবী মন্ডল (দুলাল মাষ্টার) ময়দানদির্ঘী বাজার হইতে একটি মিছির হেলেঞ্চা গ্রাম হয়ে চণ্ডিপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়। এ অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
#চলনবিলের আলো / আপন