ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আহম্মেদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। মৃত্যু সুমন আহম্মেদ গফরগাঁওয়ের বাঘরা গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি বেঙ্গল কোম্পানিতে চাকরি করতেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে ত্রিশাল সড়কের বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু কাছেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুমন আহম্মেদ মোটরসাইকেল করে নান্দাইল আসার পথে ত্রিশাল সড়কের বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু পার হওয়ার সময় (নান্দাইল সীমানায়) বিপরীতমুখী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং দুই মোটরসাইকেলের যাত্রী ছিটকে পড়ে যায়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যাক্তিদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ প্রেরণ করেছেন বলে জানান।
#চলনবিলের আলো / আপন