বরিশালের আগৈলঝাড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় “ক” সার্কেলের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় অভিযান চালিয়ে উপজেলার মোল্লাপাড়া গ্রামের (মালিবাড়ি) সিদ্ধেশ^র মল্লিকের ছেলে সুনীল মল্লিক ওরফে সুনীল মালাকারকে(৩৯) ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গিয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার(৪৬)কে নিজ ঘর থেকে ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
এদিকে বুধবার বিকেলে গঁজা কেনা বেচার খবরে এসআই মাহাবুব ইসলাম পশ্চিম গোয়াইল খোকন সিকদারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবাসায়ি ছলেমান মোল্লা(৩০) পুলিশ দেখে পালানোর সময় পুলিশ তাকে আটক করে। আটক সালাম মোল্লার দেহ তল্লাশী করে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
তিন মাদক ব্যবসায়িকে পৃথক তিন স্থান থেকে গ্রেফতারের ঘটনায় অভিযান পরিচালনাকারী অফিসাররা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করছে পুলিশ।