নীলফামারী ডোমারে আগামী ৫ জানুয়ারী নীলফামারীর ডোমারের ১০ টি ইউপির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৪নং জোড়াবাড়ী ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ফিরোজ পারভেজ (উজ্জল) এর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় ৪ নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হলহলিয়া কুড়ার হাট, ঈদগাঁ মাঠে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত আলোচনা সভায় আমিনুর রহমানের সভাপত্বিতে সহস্রাধীক লোকের মাঝে সবাই মিলে আলোকিত ইউনিয়ন গড়ে তুলি ও জাতি, ধর্ম,বর্ণ, নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতি সন্মান প্রদর্শন করে সকলের নিকট দোয়া কামনা করে সুদীর্ঘ ৪৩ বছর যাবৎ জোড়াবাড়ী ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি জননেতা মরহুম আব্দুল হাই সরকার স্যারের একমাত্র সন্তান ফিরোজ পারভেজ উজ্জলকে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সতন্ত্রপ্রার্থী ফিরোজ পারভেজ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হলহলিয়া গ্রামে এখন পর্যন্ত কোন চেয়ারম্যান নির্বাচিত হয়নি। এবার যদি সাধারন জনগন একত্রিত হয়ে আমাকে ভোটদিয়ে নির্বাচিত করলে আমি শপথ করছি অত্র ইউনিয়নে দূনীতি, মাদক দুর করবো ইনশাল্লাহ্।
#চলনবিলের আলো / আপন