শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়া ১৫ টি চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ

মোঃ আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৬:০৩ অপরাহ্ণ

আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে মাইকিং ও পোস্টার লাগানোর হিড়িক। ভাঙ্গুড়া উপজেলার ৪ ইউপিতে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন ও সাধারণ সদস্য পদে ১৩১জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬শে ডিসেম্বর দেশের ৮৪০টি ইউনিয়নের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল থেকে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হেদায়তুল হক পেয়েছেন (নৌক), পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান বাদশ (আনারস) ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর মোহাম্মদ)(ঘোড়া)।

খানমরিচ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুর-নবী মন্ডল দুলাল মাষ্টার (নৌকা), ও বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মোঃ মনোয়ার হোসেন মিঠু (ঘোড়া) ,নির্দলীয় মোঃ শরিফুল ইসলাম, (আম) মার্কা পেয়েছৈন। এছাড়া সংরক্ষিত ১১ ও সাধারণ পদে ৩৭ জন কে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
অষ্টমনিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভাঙ্গুড়া থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সুলতানা জাহান বকুল (নৌকা) বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক (ঘোড়া) ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান (আনারস) মার্কা প্রতীক পেয়েছেন
। এছাড়া সংরক্ষিত ৮ ও সাধারণ পদে ৩৮ জনকে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
দিলপাশার ইউনিয়নে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ পনো (নৌকা) ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান (মোটর সাইকেল), আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম (আনারস), নির্দলীয় মোঃ মাসুদ রানা (চশনা) মোঃ আবুল হাশেম (ঘোড়া),মোঃ রাকিব খান পলাশ,(অটো রিক্সা), এছাড়া সংরক্ষিত ১৪ ও সাধারণ পদে ৩৩ জনকে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
২৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জন প্রত্যাহার করেছে এবং ১ জন প্রার্থীতা বাতিল হয়েছে।
সাধারণ সদস্য পদে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১ জন, অষ্টমনিষা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ১ জন এবং ৮ নং ওয়ার্ড ১ জন প্রার্থী প্রত্যাহার করেছে।
এ সময় প্রার্থীদের প্রতীক পাওয়ার পরই কর্মী-সমর্থকরা মিছিল স্লোগানে উপজেলা পরিষদ চত্বর ও অলিগলি মুখরিত করে তোলে। উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর