পাবনার আটঘরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারি ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহান করেছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আঃসামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে অংশগ্রহণ প্রার্থী ৮ জন, সাধারণ সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।
এরা হলে মেয়র প্রার্থী ২ জন, হাসেম আলী, ফজলুর রহমান। কাউন্সিলর ৩ জন।
দেবোত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন- আঃ মালেক মোল্লা, কাওসার আলম।
একদন্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এরা হলেন- খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদ।
চাঁদভা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- ওয়ালি উল্লাহ, হাসিনুর রহমান।
লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ২ জন। এরা হলেন- আমজাদ হোসেন, মাসুদ রানা। ৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে মোট ১২ জন প্রার্থী প্রত্যাহার করেছেন।
#চলনবিলের আলো / আপন