পাবনার ভাঙ্গুড়া উপজেলার তফসিল ঘোষিত চারটি ইউনিয়নে ৬ ডিসেম্বর সোমবার ৭ জন চেয়ারম্যান ও তিনজন সাধারণ সদস্য মিলে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নের রির্টানিং অফিসার সূত্রে জানা গেছে খানমরিচ ইউনিয়নে মোঃ শহিদুল ইসলাম, ফেরদৌসি বেগম,নাছিমা খাতুন, অষ্টমনিষা ইউনিয়নে মোঃ মোমিনুল ইসলাম, মোঃ জাহিদ হাসান, দিলপাশার ইউনিয়নে আফিয়া খাতুন আঁখি, পার-ভাঙ্গুড়া ইউনিয়নে আলহাজ্ব জাহাঙ্গীর আলম মধু। একই দিনে আষ্টমনিষা ইউপি’র ৭নং ওয়ার্ড থেকে আবুল হোসেন, ৮নং ওয়ার্ড থেকে আফতাব হোসেন ও পার-ভাঙ্গুড়া ইউপি’র ৬নং ওয়ার্ড থেকে রফিকুল ইসলাম এর মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
#চলনবিলের আলো / আপন