পাবনার আটঘরিয়ায় ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ৬ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর
উপজেলা হলরুমে আয়োজিত বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বাতিলকৃতরা হলেন-একদন্ত ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, লক্ষীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম। সংরক্ষিত ও সাধারন ওয়ার্ড সদস্য ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- মাজপাড়া ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১ জন, সাধারন ওয়ার্ড সদস্য ১ জন, একদন্ত ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ২ জন, লক্ষীপুর ইউনিয়নে সাধারন ওয়ার্ড সদস্য ১ জন, চাঁদভা ইউনিয়নে সাধারন ওয়ার্ড সদস্য ১ জন।
#চলনবিলের আলো / আপন