রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারীতে ভোট কেন্দ্রে সংঘর্ষের নিহত ১

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় মো. রুবেল মন্ডল (৩৫) নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে।
রবিবার (২৮নভেম্বর) গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা নিয়ে সমর্থকের মধ্যে সংঘর্ষে বিজিবি সদস্য নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের আটটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এরমধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। কিন্তু পরাজিত সাধারন সদস্যের প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ফলাফল পূর্নরায় গননার দাবি জানায়।
এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় হামলাকারীরা প্রিজাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় জানান, রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল মন্ডল নামে বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হয়।
নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই উপজেলার ছয়টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হয়। কেন্দ্র ছয়টি হলো বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এ ইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্র এবং মাগুড়া ইউনিয়নের পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর